Wellcome to National Portal
  • Banner5
জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোং লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০২৩

জিইএমকো এর গৌরব ও ঐতিহ্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিএসইসি’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-09-26

জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএমকো) এর গৌরব ও ঐতিহ্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিএসইসি’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং সভাপতিত্ব করেন প্রকৌঃ মোঃ আশরাফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, জিইএমকো।

সভার শুরুতে প্রধান অতিথি জিইএমকো’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে সভা উদ্বোধন করেন। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব বদরুন নাহার, যুগ্মসচিব ও পরিচালক (পরি: ওউন্ন:), বিএসইসি, ঢাকা এবং চেয়ারম্যান, জিইএম কোং লি: পরিচালনা পর্ষদ, জনাব মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব ও পরিচালক (অর্থ), বিএসইসি, ঢাকা ও পরিচালক, জিইএমকোলি: পরিচালনাপর্ষদ, জনাব হায়দার জাহান ফারাস, যুগ্মসচিব ও পরিচালক (বাণিজ্যিক), বিএসইসি, ঢাকা ও পরিচালক জিইএমকো’র পরিচালনা পর্ষদ এবং জিইএমকো’র পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকগণ ও বিএসইসি’র বিভাগীয় প্রধানগণ ও জুমেযুক্ত ছিলেন জিইএমকো’র শ্রমিক, কর্মচারীএবংকর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বিএসইসি জিইএমকো’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কোম্পানির সকল পরিচালক ও সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তিনি জিইএমকো’কে পণ্য বহুমুখীকরণ এবং গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি 4IR এবং স্বল্প কার্বন নি:সরণযোগ্য প্রযুক্তি ব্যবহার করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌঃ মোঃ আশরাফুল ইসলাম এই মাইল ফলকে উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য যা আমাদের অতীতের অর্জনগুলোকে প্রতিফলিত করে এবং ভবিষ্যৎ সম্ভবনাকে জাগিয়ে তোলে। আমরা আমাদের সম্মানিতক্রেতা, অংশীদার এবং শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ যারা আমাদের সাফল্যের সহায়ক।

 

2023-10-01-03-18-4a06ff5d15188edb9598a3da866a1748

2023-10-01-03-20-adae1c9cc7de22d36250796a7b2fde12

 

2023-10-01-03-20-5ffdd13e688fcb086ad3198a7e0d597a

 

2023-10-01-03-20-727e7116c715a0dddf353951bad288b9

 

2023-10-01-03-21-69df46e415052e9a82ebda8a88a0910e